নিজস্ব সংবাদদাতা: নিজের স্ত্রীর একটি শাড়ি পুড়িয়ে ভারতীয় পণ্য বয়কট করার ডাক দিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ত্রিপুরায় বাংলাদেশের সহকারি হাইকমিশনে হামলা এবং ভারতের নানা স্থানে বাংলাদেশের পতাকা অবমাননার প্রতিবাদ এইভাবে করলেন তিনি।
বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘দেশীয় পণ্য, কিনে হও ধন্য’ শিরোনামে এক সভায় রিজভী ভারতীয় পণ্য বর্জনের জন্য আহ্বান জানালেন। ছিলেন দলের নেতা-কর্মী ও সমর্থকরাও। রিজভী দাবি করেন, “যারা আমাদের দেশের পতাকার অবমাননা করবে আমরা তাদের দেশের পণ্য বর্জন করব। তাদের দেশের যে শাড়ি কিনতো আমাদের মা-বোনেরা-স্ত্রীরা, তারা আর তা কিনবে না। তারা ভারতের সাবান কিনবে না, তারা ভারতের টুথপেস্ট কিনবে না, তারা ভারতের কোনও কিছু কিনবে না। আমাদের যদি জায়গা না থাকে আমরা বাড়ির ছাদের ওপরে মরিচ চাষ করব, আমরা বাড়ির উঠানে পেঁপে গাছ লাগাব। তবুও আমরা তাদের মুখাপেক্ষী হবো না। আমরা সকল ভারতীয় পণ্য বর্জন করব।”