নিজস্ব সংবাদদাতাঃ সুদানের রাজধানী খার্তুম সেন্টার ফর ডায়ালগের গবেষক রশিদ আল-মোয়াতাসেম বলেন, 'র্যাপিড সাপোর্ট ফোর্সের যোদ্ধারা হয়তো ব্যাকফুটে রয়েছে। র্যাপিড সাপোর্ট ফোর্স তাদের নেতৃত্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং তারা জানে না রাজনীতির দুনিয়ায় কী ঘটছে।' তিনি বলেন, "এই বাহিনীগুলো খাদ্য ও জল খুঁজছে কারণ তাদের কাছে সরবরাহ নেই। সুদানের সেনাবাহিনী চেয়েছিল যুদ্ধবিরতির মাধ্যমে মৃতদেহগুলো থেকে রাস্তা পরিষ্কার করা হোক।"