নিজস্ব সংবাদদাতা: মায়ানমারের মান্দালয়ে ৭.৭ মাত্রার ভূমিকম্পের পর থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের চাতুচাক বাজারে জেজে মলের সামনে একটি নির্মাণাধীন ভবন ধসে পড়েছে। এবার সেখানে চলছে উদ্ধারকার্য। জেজে মলের চাতুচকের সামনে থাই উদ্ধারকারী দলগুলি রোবোটিক মেশিন ব্যবহার করছে উদ্ধারকার্য চালাতে।
/anm-bengali/media/media_files/2025/03/29/82EbVwBE1BFdDjqEg4Cs.PNG)