জাল পাসপোর্ট কাণ্ডে গ্রেফতার রিপনের জামিন

সীমান্তে লাগাতার উস্কানি। বাংলাদেশ (Bangladesh) থেকে অহরহ বেআইনি অনুপ্রবেশ চলছে ভারতে (India)। রমরমিয়ে বাড়ছে ভুয়ো নথির ব্যবসাও। ইতিপূর্বে, রাজ্যে জাল পাসপোর্ট কাণ্ডে গ্রেফতার রয়েছে বেশ কয়েকজন। প্রথম গ্রেফতার রিপন।

author-image
Jaita Chowdhury
New Update
INDIAN-PASSPORT

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: সীমান্তে লাগাতার উস্কানি। বাংলাদেশ (Bangladesh) থেকে অহরহ বেআইনি অনুপ্রবেশ চলছে ভারতে (India)। রমরমিয়ে বাড়ছে ভুয়ো নথির ব্যবসাও। ইতিপূর্বে, রাজ্যে জাল পাসপোর্ট কাণ্ডে গ্রেফতার রয়েছে বেশ কয়েকজন। প্রথম গ্রেফতার রিপন। সোমবার জামিন হল তাঁর। 

জাল নথিকাণ্ডের কিংপিং সমরেশ বিশ্বাসের ছেলে রিপন। তাঁকে জামিন দেওয়া হল। নথি জলের অভিযোগে বারাসাত গ্রেফতার হয়েছিল রিপন। সোমবার আলিপুর আদালতে ছিল তাঁর মামলার শুনানি। আইনজীবী সূত্রে খবর, তাঁকে গ্রেফতারের পর তেমন কোনও তথ্য উঠে আসেনি। গত বছর ডিসেম্বরে সে গ্রেফতার হয়। এদিন তাঁর শর্ত সাপেক্ষ জামিন মঞ্জুর করেছে আদালত।