কঠোর হুঁশিয়ারি দিলেন RAB- এর দশম মহাপরিচালক

RAB- এর দশম মহাপরিচালক কী বললেন?

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
WhatsApp Image 2024-06-23 at 4.32.10 PM.jpeg

হাবিবুর রহমান, ঢাকা: বাংলাদেশে পাঁচটি কাজকে গুরুত্ব দিয়ে দায়িত্ব নিয়েই শুদ্ধাচার নীতির ব্যাপারে কঠোরতার হুঁশিয়ারি দিয়েছেন এলিট ফোর্স Rapid অ্যাকশন ব্যাটালিয়নের (RAB) দশম মহাপরিচালক অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মো. হারুন অর রশিদ। তিনি বলেছেন, 'RAB- এর প্রতি মানুষের যে আস্থা ও বিশ্বাস সেটা আরও বৃদ্ধি করতে চাই। সর্বোচ্চ পেশাদারত্বের সঙ্গে অর্পিত দায়িত্ব পালনে প্রত্যেকটি ব্যাটালিয়নকে নির্দেশনা দেওয়া হয়েছে। RAB- এর প্রতিটি সদস্যকে সবক্ষেত্রে সর্বোচ্চ শৃঙ্খলা বজায় রাখা, চেইন অব কমান্ড অনুসরণ এবং শৃঙ্খলা পরিপন্থি কাজ থেকে বিরত থাকার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো RAB সদস্য যদি আইন বহির্ভূত কাজ করেন বা অসৎ উদ্দেশ্যে কোনো কাজ করেন তাহলে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেওয়া হবে'।

WhatsApp Image 2024-06-23 at 4.32.09 PM.jpeg

RAB ডিজি আরও বলেন, 'অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষায় এলিট ফোর্স হিসেবে RAB জঙ্গি ও মাদকবিরোধী কার্যক্রম, অস্ত্র উদ্ধার, অপরাধ নিয়ন্ত্রণ, অপরাধী ও সন্ত্রাসী গ্রেফতারে সাফল্য অর্জন করেছে। RAB মাদকের বিরুদ্ধে জোরালো অবস্থান গ্রহণ করে আসছে। প্রতিষ্ঠা হতে অদ্যাবধি RAB প্রায় ১ লাখ ৪৮ হাজারের বেশি মাদক কারবারিকে গ্রেফতার, প্রায় ৬ হাজার ৮ কোটি ২৬ লাখ টাকার অধিক মূল্যমানের মাদকদ্রব্য উদ্ধার করতে সক্ষম হয়েছে। এছাড়াও এই বাহিনীর নিয়মিত অভিযানে অসংখ্য তালিকাভুক্ত অপরাধী, অস্ত্রধারী সন্ত্রাসী, মানবতাবিরোধী যুদ্ধাপরাধী যারা দীর্ঘকাল আইনের চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিল তারা ধরা পড়েছে। সুন্দরবন আজ দস্যুমুক্ত হয়েছে। জঙ্গিবাদ দমনে RAB- এর সাফল্য বিশেষ উল্লেখযোগ্য। চরমপন্থি ও জলদস্যু আত্মসমর্পণে এ বাহিনী অগ্রণী ভূমিকা পালন করেছে। বিগত দিনগুলোতে উন্নত পেশাদারত্বের মাধ্যমে RAB তার সব কার্যক্রম পরিচালনা করে এসেছে'। ৫ দফা কাজকে গুরুত্ব দিয়ে RAB- এর সব অধিনায়ককে দিক-নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

Adddd