বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট-এর উদ্যোগে রামনবমী পালন

রামনবমী পালন বাংলাদেশে।

author-image
Aniket
New Update
c

ঢাকা, হাবিবুর রহমান: বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট-এর উদ্যোগে ঢাকা, চট্টগ্রাম, গোপালগঞ্জ, নিলফামারী, ময়মনসিংহ সহ দেশের ৪৫ টি জেলায় সাড়ম্বরে রামনবমী পালিত হয়েছে। ঢাকার জয়কালী মন্দিরের শ্রী শ্রী রামসীতা মন্দিরে ভোর ৫ টা থেকে শ্রী রাম চন্দ্রের পুজা সকাল ৯ টা থেকে ১২ পর্যন্ত যজ্ঞানুষ্ঠান ও রামসীতা মন্দিরের সভাপতি শ্রী গণেশ চন্দ্র ঘোষের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

Dhaka | Ram Navami | Bangladesh | Bangladesh jatio hindu chatra mahajot | Ram Navami 2024

বুধবার দুপুর ১২ টায় হিন্দু মহাজোটের মহাসচিব অ্যাডঃ গোবিন্দ চন্দ্র প্রামাণিক এর নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভা যাত্রা ঢাকার রামসীতা মন্দির থেকে শুরু হয়ে বঙ্গভবনের পাশ হয়ে জগৎবন্ধু আশ্রম ও মদনেশ্বর মহাদের জিউ মন্দির মোড়, বলধা গার্ডেন মোড় হয়ে রামসীতা মন্দিরে এসে শেষ হয়। আলোচনা সভায় বক্তাগণ বলেন, "ভগবান রাম চন্দ্রের জীবনী থেকে আমরা সুস্থ পারিবার ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, ধর্মনীতি, রাষ্ট্রনীতি, কুটনীতি, দন্ডবিধি, বিদেশনীতি, প্রতিবেশীর প্রতি দায়িত্ব কর্তব্য সম্পর্কে শিক্ষা দেয়। দুষ্টের দমন ও শিষ্টের পালন, নারী জাতির সম্মান ও মর্যাদা রক্ষা, পিতা-পুত্র ও স্বামী-স্ত্রী পরস্পরের প্রতি দায়িত্ব কর্তব্যের শিক্ষা আমরা রামায়ন থেকে পাই"।  দুপুরে প্রসাদ বিতরন হয়েছে ও রাতে রামায়ন গানের মধ্যদিয়ে রামনবমী উৎসব সমাপ্ত হবে।

Add 1

d