নিজস্ব সংবাদদাতা: গণহত্যার ভয়ে এবার কাঁপছেন ইসকনের ভাইস প্রেসিডেন্ট এবং মুখপাত্র রাধারমন দাস। বাংলাদেশে ক্রমাগত হিন্দুদের উপর অত্যাচার চলছে। এই নিয়ে রাধারমন দাস নিজেও ক্রমাগত পোস্ট করছেন এবং বিভিন্ন জায়গায় বিবৃতি দিচ্ছেন। এবার এক বিস্ফোরক পোস্ট করলেন তিনি আবার।
তিনি লেখেন, গত কয়েকদিনে, বাংলাদেশের মৌলবাদীরা প্রাইভেট জেটে সারাদেশে ঘুরে বেড়াচ্ছে, ইসকনের ভক্ত ও তাদের সমর্থকদের নির্মূল করার আহ্বান জানিয়ে ধর্মোপদেশ দিচ্ছে। বাংলাদেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে গণহত্যার এই প্রকাশ্য আহ্বান মর্মান্তিক, এবং এই মৌলবাদীদের মোকাবেলায় বাংলাদেশী সরকারের নিষ্ক্রিয়তা আরও ভয়ঙ্কর। অবিলম্বে এই ব্যক্তিদের গ্রেফতার করতে হবে; অন্যথায়, ইসকনের বিরুদ্ধে এই ধরনের প্ররোচনা এবং গুজব ব্যাপক গণহত্যার দিকে নিয়ে যেতে পারে। জেগে ওঠো বিশ্ব।