নিজস্ব সংবাদদাতা: কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস আবার গর্জে উঠলেন বাংলাদেশের হিন্দুদের উপর হওয়া হিংসার বিরুদ্ধে। এবার তিনি জাতিসংঘকে ডাক দিলেন।
তিনি বলেন, 'জাগো, জাতিসংঘ! জাগো—অন্তত আজ, মানবাধিকার দিবসে। চলমান বাংলাদেশ মানবাধিকার লঙ্ঘনের প্রতি আপনাদের নীরবতা এবং অন্ধ দৃষ্টি গভীরভাবে দুঃখজনক এবং হৃদয়বিদারক। শুধু বাংলাদেশী সংখ্যালঘুদের বিরুদ্ধে গণহত্যার এই খোলা আহ্বান শুনুন এবং জেগে উঠুন। দয়া করে একজন বাংলা থেকে ইংরেজি অনুবাদক খুঁজুন'।