নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশের জাতীয় সঙ্গীত কে রচনা করেছিলেন? এক কথায় উত্তর আসে রবীন্দ্রনাথ ঠাকুর। কিন্তু বিগত কয়েকদিন ধরে, উত্তাল হয়ে রয়েছে বাংলাদেশের পরিস্থিতি। শেখ হাসিনার পদত্যাগের পর গণভবন লুট, বঙ্গবন্ধু মুজিবর রহমানের মূর্তি ভাঙচুর, বাড়ি জ্বালিয়ে দেওয়া, প্রতিশোধের আগুন যেন আর নিভছে না।
এই আগুনের হাত থেকে রেহাই পেলেন না বিশ্বকবিও। সমাজমাধ্যমে চোখ রাখলেই দেখা যাচ্ছে, ভেঙে ফেলা হয়েছে তাঁর মূর্তি। মুখে আটকানো রয়েছে সেলোটেপ।
হাতের গীতাঞ্জলিতে বিদ্ধ করা হয়েছে লাল রঙের ধারালো অস্ত্র। এই ছবি দেখার পরেই অনেকেই প্রশ্ন তুলেছে যে, এহেন বর্বরতার মানে কী? দেশের ইতিহাস, জাতির ইতিহাস বদলে ফেলতে চাইছে আন্দোলনকারীরা? কোন অন্ধকারাচ্ছন্ন ভবিষ্যতের দিকে এগোচ্ছে বাংলাদেশ?