বিশ্বকবির মুখে সেলোটেপ, মাটিতে গড়াগড়ি খাচ্ছে মূর্তি!

ভেঙে ফেলা হয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথের মূর্তি। 

author-image
Shroddha Bhattacharyya
New Update
MYR

নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশের জাতীয় সঙ্গীত কে রচনা করেছিলেন? এক কথায় উত্তর আসে রবীন্দ্রনাথ ঠাকুর। কিন্তু বিগত কয়েকদিন ধরে, উত্তাল হয়ে রয়েছে বাংলাদেশের পরিস্থিতি। শেখ হাসিনার পদত্যাগের পর গণভবন লুট, বঙ্গবন্ধু মুজিবর রহমানের মূর্তি ভাঙচুর, বাড়ি জ্বালিয়ে দেওয়া, প্রতিশোধের আগুন যেন আর নিভছে না।

The appearance and disappearance of Tagore | The Daily Star

এই আগুনের হাত থেকে রেহাই পেলেন না বিশ্বকবিও। সমাজমাধ্যমে চোখ রাখলেই দেখা যাচ্ছে, ভেঙে ফেলা হয়েছে তাঁর মূর্তি। মুখে আটকানো রয়েছে সেলোটেপ।

Dhaka University removes 'protesting' Tagore sculpture | Indiablooms -  First Portal on Digital News Management

 হাতের গীতাঞ্জলিতে বিদ্ধ করা হয়েছে লাল রঙের ধারালো অস্ত্র। এই ছবি দেখার পরেই অনেকেই প্রশ্ন তুলেছে যে, এহেন বর্বরতার মানে কী? দেশের ইতিহাস, জাতির ইতিহাস বদলে ফেলতে চাইছে আন্দোলনকারীরা? কোন অন্ধকারাচ্ছন্ন ভবিষ্যতের দিকে এগোচ্ছে বাংলাদেশ?

 

(ছবির সত্যতা যাচাই করেনি এএনএম নিউজ।)

 

Adddd