আগ্নেয়াস্ত্র, বোমা তৈরির সরঞ্জাম, টাকা সহ গ্রেফতার ৩ জঙ্গি

জঙ্গি দমন অভিযানে বড় সাফল্য পেল র‍্যাব। মুন্সীগঞ্জের লৌহজংয়ের এক বাড়ি ঘিরে অভিযান চালিয়ে নতুন জঙ্গি দল জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার আমির আনিসুর রহমানসহ ৩ জনকে গ্রেফতার করেছে র‍্যাব (RAB)।

author-image
SWETA MITRA
New Update
rab 1.jpg

হাবিবুর রহমান, ঢাকাঃ বাংলাদেশে (Bangladesh) মুন্সীগঞ্জের লৌহজংয়ের এক বাড়ি ঘিরে অভিযান চালিয়ে নতুন জঙ্গি দল জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার আমির আনিসুর রহমানসহ ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব (RAB)। রবিবার রাত ৩টে থেকে লৌহজং উপজেলার বড় নওপাড়া গ্রামে এই অভিযানে ওই বাড়ি থেকে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, বোমা তৈরির সরঞ্জাম, উগ্রবাদী পুস্তিকা ও নগদ টাকা বাজেয়াপ্ট করেছে র‌্যাব।

rab 2.jpg 

ওই বাড়ির মালিক আনোয়ারা বেগমের স্বামী বদিউর রহমান মারা গেছেন। ছেলেরা আলাদা থাকায় ওই বাড়ি তিনিই দেখভাল করেন। ওই বাড়িতে জঙ্গিরা অবস্থান করছে এমন খবর র‌্যাবের কাছে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে আনিসুর রহমান, কাজী সরাজ উদ্দিন, মাহফুজুর রহমান বিজয়কে গ্রেফতার করে র‌্যাব।

 rab 3.jpg
এর আগে ২৩ জুন রাতে ঢাকার ডেমরা থেকে এই জঙ্গি দলের নেতা শামিন মাহফুজ ও তার স্ত্রীকে গ্রেফতার করে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। এ সংগঠনের ‘প্রধান ব্যক্তি’ বা আমির হচ্ছেন কুমিল্লার আনিসুর রহমান ওরফে মাহমুদ। শামিন মাহফুজ এই সংগঠনের ছয় নম্বর শুরা সদস্য।৩২ বছর বয়সী আনিসুর রহমান মাহমুদের বাড়ি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার হরকল গ্রামে। তার বাবার নাম মোখলেছুর রহমান।
ওই তরুণরা নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ায় যুক্ত হয়ে সশস্ত্র সংগ্রামের জন্য ঘর ছেড়েছিলেন। আলোচনায় আসা জঙ্গি সংগঠনটি নিয়ে এরপর নানা ধরনের তথ্য দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।
র‌্যাব বলছে, হরকাতুল জিহাদ, জেএমবি এবং আনসার আল ইসলামের বেশ কিছু সদস্য ২০১৭ সালে নতুন এই উগ্রবাদী সংগঠনের কার্যক্রম শুরু করে। পরে ২০১৯ সালে ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’ নামে কার্যক্রম পরিচালনা করতে থাকে।

rab 4.jpg

২০১৪ সালে গ্রেফতার হয়ে কারাগারে যাওয়ার পর বন্দি থাকা নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি, হুজি, আনসার আল ইসলামের শীর্ষ নেতাদের সঙ্গে শামিনের সখ্য গড়ে ওঠে। ২০১৮ সালে জামিনে মুক্তি পেয়েই শামিন নতুন সংগঠনের কার্যক্রম শুরু করেন। ২০২২ সালের শুরুতে পাহাড়ের প্রশিক্ষণ ক্যাম্পে বসে তিনি সংগঠনের নাম দেন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া'।