নিজস্ব সংবাদদাতাঃ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে যুদ্ধের অবসান ঘটাতে 'সংলাপে অংশ নিতে এবং একটি সমাধান খুঁজতে' ইচ্ছুক বলে জানিয়েছেন আফ্রিকান ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন অব কমোরোসের প্রেসিডেন্ট আজালি আসৌমানি।
এখন ইউনিয়নকে রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে ইউক্রেনকে রাজি করাতে হবে। তিনি বলেন, 'আফ্রিকান ইউনিয়ন মধ্যস্থতাকারী হিসেবে কাজ করবে।'
তিনি আরও বলেন, "কৃষ্ণ সাগরের শস্য চুক্তি থেকে বেরিয়ে আসার পর আফ্রিকাকে খাদ্য সরবরাহে সহায়তা করার পুতিনের প্রস্তাব যথেষ্ট নয়।"
তিনি বলেন, 'আমাদের যুদ্ধবিরতি অর্জন করতে হবে, কারণ যুদ্ধ সবসময়ই অপ্রত্যাশিত কিছু এবং এটি যত বেশি সময় ধরে চলতে থাকে, এটি তত বেশি অপ্রত্যাশিত হয়ে ওঠে।'