নিজস্ব সংবাদদাতাঃ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের সঙ্গে টেলিফোনে কথা বলবেন বলে জানিয়েছে ক্রেমলিন। তুরস্কের দক্ষিণাঞ্চলীয় মেরসিন প্রদেশে আক্কুয়ু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ করেছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি কোম্পানি রোসাটম। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, 'টেলিফোন কথোপকথনের পর দুই প্রেসিডেন্ট ভার্চুয়ালি আক্কুয়ুতে প্রথম বিদ্যুৎ ইউনিটে পারমাণবিক জ্বালানি লোড করার অনুষ্ঠানে অংশ নেবেন।'