Donald Trump: শপথের আগে ট্রাম্পকে নিয়ে বিক্ষোভ বাড়ছে

আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠান। আর তার দু'দিন আগেই ওয়াশিংটনের রাস্তায় বিক্ষোভে জমায়েত হাজার হাজার মানুষ। আর যাদের বেশিরভাগই কিনা নারী।

author-image
Jaita Chowdhury
New Update
WhatsApp Image 2025-01-19 at 20.55.55

নিজস্ব সংবাদদাতা: আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠান। আর তার দু'দিন আগেই ওয়াশিংটনের রাস্তায় বিক্ষোভে জমায়েত হাজার হাজার মানুষ। আর যাদের বেশিরভাগই কিনা নারী। কর্মসূচির নাম হল দ্যা পিপলস মার্চ, আর যা আগে পরিচিত ছিল উইমেন'স মার্চ হিসেবে। এটা হয়ে আসছে ২০১৭ সাল থেকে নিয়মিতভাবে।

সূত্রের খবর, কয়েকটি গ্রুপের একটি জোট এর আয়োজক। তাদের ওয়েবসাইটের তথ্য বলছে, তারা 'ট্রাম্পিজম' এর বিরুদ্ধে আন্দোলনে সামিল। ওদিকে, নিউইয়র্ক ও সিয়াটলেও ছোটখাটো প্রতিবাদ হচ্ছে ট্রাম্পের বিরুদ্ধে। আর এসব প্রতিবাদ র‍্যালী এমন সময় হল যখন মি. ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদের জন্য শপথ গ্রহণ করতে এসে পৌঁছেছেন দেশটির রাজধানীতে। এদিকে, শপথের আগেও বেশ কয়েকটি ইভেন্টে যোগ দেওয়ার কথা রয়েছে ট্রাম্পের।