নিজস্ব সংবাদদাতা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবি করে বাংলাদেশে শুরু হওয়া নতুন ছাত্র আন্দোলনে সংঘর্ষের জেরে ইতিমধ্যেই অন্তত ৩০০ জনের মৃত্যু হয়েছে৷ মৃতদের মধ্যে বিক্ষোভকারীদের পাশাপাশি রয়েছেন প্রায় ১৫ জন পুলিশকর্মী৷ বিক্ষোভে লাগাম টানতে রবিবার সন্ধে থেকেই অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করে দিয়েছে সরকার৷ এরই মধ্যে আজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মঞ্চের পক্ষ থেকে ঢাকা অভিযান করা হবে৷
তবে কারফিউকে উপেক্ষা করে আন্দোলনকারীরা ঢাকার দিকে এগোনোর চেষ্টা করলে আজ পরিস্থিতি আরও খারাপ হতে পারে৷