নিজস্ব সংবাদদাতা: গাজায় গণহত্যার প্রতিবাদে মার্কিন বিমান বাহিনীর সদস্য অ্যারন বুশনেল রবিবার ইজরায়েল দূতাবাসের সামনে নিজের গায়ে আগুন লাগান। ঘটনায় সারা বিশ্ব জুড়ে তোলপাড় শুরু হয়ে গিয়েছে। পেন্টাগন এই ঘটনাটিকে একটি "দুঃখজনক ঘটনা" বলে অভিহিত করেছে। পেন্টাগনের মুখপাত্র প্যাট রাইডার বলেছেন, আমেরিকা যুদ্ধের শুরুতে ইজরায়েলের সঙ্গে বেশ কয়েকটি ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিল। ইজরায়েলের "আত্মরক্ষার অধিকার" সমর্থন করা, ইজরায়েলি বন্দীদের মুক্তি দেওয়া এবং সংঘাত ছড়িয়ে পড়া রোধ করা। এই প্রতিশ্রুতি রক্ষা করতে আমেরিকা বদ্ধ পরিকর।