গাজায় গণহত্যার প্রতিবাদ, নিজের গায়েই আগুন লাগালেন মার্কিন বায়ু সেনার সদস্য

গাজায় গণহত্যার প্রতিবাদে নিজের গায়ে আগুন লাগান মার্কিন বায়ু সেনার সদস্য অ্যারন বুশনেল। ওয়াশিংটন ডিসিতে ইজরায়েলের দূতাবাসের সামনে এই ঘটনাটি ঘটান। এই ঘটনাকে দুঃখজনক বলে পেন্টাগন বর্ণনা করেছে।

author-image
Tamalika Chakraborty
New Update
us air force.jpg

নিজস্ব সংবাদদাতা: গাজায় গণহত্যার প্রতিবাদে মার্কিন বিমান বাহিনীর সদস্য অ্যারন বুশনেল রবিবার ইজরায়েল দূতাবাসের সামনে নিজের গায়ে আগুন লাগান। ঘটনায় সারা বিশ্ব জুড়ে তোলপাড় শুরু হয়ে গিয়েছে। পেন্টাগন এই ঘটনাটিকে একটি "দুঃখজনক ঘটনা" বলে অভিহিত করেছে। পেন্টাগনের মুখপাত্র প্যাট রাইডার বলেছেন, আমেরিকা যুদ্ধের শুরুতে ইজরায়েলের সঙ্গে বেশ কয়েকটি ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিল। ইজরায়েলের "আত্মরক্ষার অধিকার" সমর্থন করা, ইজরায়েলি বন্দীদের মুক্তি দেওয়া এবং সংঘাত ছড়িয়ে পড়া রোধ করা। এই প্রতিশ্রুতি রক্ষা করতে আমেরিকা বদ্ধ পরিকর। 

 tamacha4.jpeg

tamacha3.jpeg

tamacha1.jpg

tamacha.jpeg