হাতের বাইরে পরিস্থিতি, এমার্জেন্সি বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী

যত সময় এগোচ্ছে ততই ইজরায়েলের পরিস্থিতি দেখে বুক কেঁপে উঠছে সকলের।

author-image
SWETA MITRA
New Update
israeeee.jpg

নিজস্ব সংবাদদাতাঃ ইজরায়েল (Israel)-প্যালেস্তাইনের মধ্যে চলমান সংঘাতকে ঘিরে রাতের ঘুম উড়ে গিয়েছে বহু দেশের। উদ্বেগ ছড়িয়েছে বহু দেশেই। কারণ এই সংঘাতের মাঝে আটকে রয়েছেন বহু দেশের মানুষজন। এই সংঘাতের মাঝে পড়ে নেপালের অনেকের মৃত্যু হয়েছে বলে খবর। এরই মাঝে তড়িঘড়ি বৈঠক ডাকলেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল (Pushpa Kamal Dahal)। তিনি ইজরায়েলের চলমান পরিস্থিতি এবং সেখানে নেপালি নাগরিকদের প্রত্যাবাসন নিয়ে আলোচনার জন্য স্থানীয় সময় বিকাল ৪টায় মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকেছেন। পরে প্রধানমন্ত্রী তার কার্যালয়ে সর্বদলীয় বৈঠক আহ্বান করেছেন বলে জানানো হয়েছে প্রধানমন্ত্রীর সচিবালয়ের তরফে।