শুভেচ্ছা নয়, এখন সময় লড়াইয়ের, নতুন বছরে বার্তা দিলেন রাষ্ট্রপতি

নতুন বছরকে স্বাগত জানাতে গিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বিশ্ববাসীর পাশাপাশি দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। টুইট করে তিনি বলেন, আগামী সুরক্ষিত রাখতে গেলে এখন পরিশ্রম করতে হবে।

author-image
Tamalika Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
ukraine president.jpg

নিজস্ব সংবাদদাতা: এখন শুভেচ্ছা জানানোর সময় নয়, এখন লড়াইয়ের সময়। নববর্ষের প্রাক্কালে এমনই বার্তা দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি টুইট করে বলেন, "শুধু মনের মধ্যে ইচ্ছাগুলোকে পুষে রাখলেই হবে না, সেগুলিকে বাস্তবে রূপ দেওয়ার জন্য সমস্ত কিছু করতে হবে নতুন বছরে। আমরা, ইউক্রেনীয়রা অন্য যে কোনও মানুষের থেকে  ভালো বুঝতে পারি যে একটি ভালো ভবিষ্যত নিজে থেকে আসে না। একমাত্র আমরাই আমাদের আগামীকে রক্ষা করতে হবে।  আমাদের নতুন বছর আমদের লক্ষ্য হবে আগামীকে সুনিশ্চিত করা। আমার ও ওলেনা জেলেনস্কির তরফে নতুন বছরে সকলের মঙ্গল কামনা করি। বিশ্বের প্রতিটি মানুষের জন্য স্বাধীন নিরাপদ জীবনের প্রার্থনা করছি।"