ভয়াবহ! হঠাৎ করে কেঁপে উঠল দেশ, দেখুন ভিডিও

ইন্দোনেশিয়ার জাভায় ভয়াবহ ভূমিকম্প।

author-image
Aniruddha Chakraborty
New Update
earth.jpg

File Pic

নিজস্ব সংবাদদাতাঃ ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলীয় যোগাকার্তা প্রদেশে শুক্রবার সন্ধ্যায় ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। 

দেশটির আবহাওয়া, জলবায়ু ও ভূপদার্থবিদ্যা সংস্থার প্রধান দ্বিকোরিতা কর্ণাবতী জানিয়েছেন, ভূমিকম্পটি ৬ দশমিক ৪ মাত্রার ছিল। স্থানীয় সময় রাত ৭ টা ৫৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল বানতুল জেলা থেকে ৮৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং সমুদ্রপৃষ্ঠের ২৫ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে নিকটবর্তী মধ্য জাভা ও পূর্ব জাভা প্রদেশেও।

ন

ভূমিকম্পের পর পাঁচটিরও বেশি আফটারশক অনুভূত হয়েছে জানিয়ে দ্বিকোরিতা বলেন, 'ভূমিকম্পে দেওয়াল ফেটে যাওয়ার কারণে লোকজনকে ঘরে প্রবেশ করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।' 

প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রশমন সংস্থার কুইক রেসপন্স ইউনিটের সদস্য ইন্দ্রো সাম্বোদো বলেন, 'ভূমিকম্পের কম্পনে যোগাকার্তা প্রদেশের বাড়িঘর ও একটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে।'