গুড ফ্রাইডে শোভাযাত্রায় যোগ দেবেন না পোপ ফ্রান্সিস!

জানা গিয়েছে, গত সপ্তাহান্তে ব্রঙ্কাইটিসে আক্রান্ত হয়ে হাসপাতাল ছেড়ে যাওয়া পোপ ফ্রান্সিস ঠান্ডা আবহাওয়ার কারণে শুক্রবারের 'ওয়ে অব দ্য ক্রস' শোভাযাত্রায় অংশ নেবেন না।

author-image
Aniruddha Chakraborty
New Update
u

Pope Francis

নিজস্ব সংবাদদাতাঃ জানা গিয়েছে, গত সপ্তাহান্তে ব্রঙ্কাইটিসে আক্রান্ত হয়ে হাসপাতাল ছেড়ে যাওয়া পোপ ফ্রান্সিস ঠান্ডা আবহাওয়ার কারণে শুক্রবারের 'ওয়ে অব দ্য ক্রস' শোভাযাত্রায় অংশ নেবেন না। মাত্তেও ব্রুনি বলেন, '৮৬ বছর বয়সী পোপ সেন্ট পিটার্স বেসিলিকায় ইনডোর গুড ফ্রাইডে অনুষ্ঠানে যোগ দেবেন।' ২০১৩ সালে নির্বাচিত হওয়ার পর এই প্রথম পোপ রোমের কলোসিয়ামে 'ভায়া ক্রুসিস' অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন না। জানা গিয়েছে, তিনি তার বাসভবন থেকে এটি অনুসরণ করবেন।