হাবিবুর রহমান, ঢাকা : বাংলাদেশের ঢাকায় জাল নোট তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। কারখানা থেকে ৮২ লক্ষাধিক জাল টাকা , জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত ল্যাপটপ, প্রিন্টার, জলছাপযুক্ত বিশেষ কাগজ, বিভিন্ন রকমের মনোগ্রাম সম্বলিত স্ক্রিন, ডাইস, বিভিন্ন রং, কাগজ কাটার যন্ত্র, কাচি, চাকুসহ জাল টাকা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
বাংলাদেশে ঈদকে সামনে রেখে জালনোট ব্যবসায়ীরা বাজারে জাল নোট ছড়িয়ে দিচ্ছে বলে গোয়েন্দারা তথ্য পায়। ওই তথ্য যাচাই করে ঢাকার লালবাগ থানার কাশ্মীরি লেন এলাকায় অভিযান চালানো হয়। এসময় কাশ্মীরি লেনের একটি বাসা থেকে ২৫ লাখ জাল টাকার নোট ও চক্রের মূলহোতা বাবুলসহ চারজনকে গ্রেফতার করা হয়। ধৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাল টাকার তৈরির মূল উৎসস্থল সম্পর্কে জানা যায়। পরবর্তীতে তাদের দেখানো মতে বাড়িটির তৃতীয় এবং ষষ্ঠ তলায় অভিযান চালিয়ে জাল টাকা তৈরির ঘরোয়া কারখানার সন্ধান পাওয়া যায়। এসময় বাড়ির তৃতীয় এবং ষষ্ঠ তলা থেকে বাকি জাল টাকা সহ আরো পাঁচ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারীকৃত চক্রটি ঈদকে সামনে রেখে প্রায় ৩ কোটি জাল টাকার নোট বাজারে ছাড়ার পরিকল্পনা করেছিল। চক্রটির মূল পান্ডা বাবুল শেখ কয়েকবার পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল। কিন্তু সে বিপুল পরিমাণ টাকা খরচ করে জামিনে মুক্তি পেয়ে পুনরায় একই কাজে জড়িয়ে পড়ে। গ্রেফতারীকৃতদের বিরুদ্ধে লালাবাগ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু হয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।