নিজস্ব সংবাদদাতা: করোনা মহামারির জের সামলে উঠতে না উঠতেই এবার আবার এক নতুন খপ্পরে চিন। বেজিং এবং লিয়াওনিং প্রদেশের খবরে নাকি নিউমোনিয়া নতুন করে আতঙ্কের বিষয় হয়ে দেখা দিয়েছে। কয়েক সপ্তাহ ধরে দেশটিতে প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যা। হাসপাতালগুলোতে এমন ভিড় যে দেখা দিচ্ছে জায়গার অপ্রতুলতা। রোগীদের সামাল দিতে পারছে না ডাক্তার-নার্স। করোনার সময় যেমন চিনসহ গোটা বিশ্বের চিকিত্সায় সংকট তৈরি হয়েছিল, চিনের কিছু কিছু এলাকার হাসপাতালে এই 'অজানা' নিউমোনিয়ার জেরে সেই একই পরিস্থিতি নাকি দেখা দিচ্ছে। এখন নাকি দৈনিক অন্তত ৭,০০০-এর বেশি রোগী হাসপাতালে আসছে ভর্তি হতে। নতুন রোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শিশুরা।ইতিমধ্যেই পড়ুয়া এবং শিক্ষকরা অসুস্থ হয়ে পড়ার কারণে বেজিং এবং লিয়াওনিংয়ের বেশ কিছু স্কুল বন্ধ হয়ে গিয়েছে।