নিজস্ব সংবাদদাতাঃ ভারতের কাছে গর্বের দিন। শুধু গর্বই নয়, গোটা বিশ্বের কাছে দেশের ক্ষমতা প্রদর্শনের দিন। মহাকাশ গবেষণার আরও এক বড় সাফল্য ভারতের। শ্রীহরিকোটা থেকে সফলভাবে উৎক্ষেপিত হয়েছে চন্দ্রযান-৩। আর আজকের দিনেই প্যারিসে মহাকাশচারী ও এরোস্পেস ইঞ্জিনিয়ার থমাস পেসকুয়েটের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নমো। মহাকাশ গবেষণার বিভিন্ন আঙ্গিক নিয়ে কথা হয় দু’জনের মধ্যে। প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার পর ভারতের মহাকাশ গবেষণার উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে কোনও সন্দেহ থাকছে না মহাকাশচারী থমাসের মনে।