বাইডেন দম্পতির আতিথেয়তায় প্রধানমন্ত্রী মোদী

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেন বুধবার হোয়াইট হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভ্যর্থনা জানান। হোয়াইট হাউজ জানিয়েছে, রাষ্ট্রপতি, ফার্স্ট লেডি এবং প্রধানমন্ত্রী একটি অন্তরঙ্গ নৈশভোজের জন্য জড়ো হন।

author-image
SWETA MITRA
New Update
biden modi.jpg


নিজস্ব সংবাদদাতাঃ আমেরিকা সফরে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এদিকে ২০২৪ সালের লোকসভা ভোটের আগে প্রধানমন্ত্রীর এহেন বিদেশ সফরকে ঘিরে অনেকটাই আশাবাদী বিজেপি। ইতিমধ্যেই তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তাঁর স্ত্রী জিল বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আর বাইডেন দম্পতির আতিথেয়তায় একেবারে মুগ্ধ হয়ে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। আজ বৃহস্পতিবার এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী লেখেন, ‘আজ হোয়াইট হাউজে আমাকে স্বাগত জানানোর জন্য প্রেসিডেন্ট জো বাইডেন এবং ডাঃ জিল বাইডেনকে অনেক অনেক ধন্যবাদ। বেশ কয়েকটি বিষয়ে আমাদের চমৎকার আলোচনা হয়েছে।‘