নিজস্ব সংবাদদাতা: বিদেশ ভ্রমণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। মঙ্গলবার গুগলের সিইও সুন্দর পিচাইয়ের (Sundar Pichai) সঙ্গে একান্ত সাক্ষাৎ করেছেন তিনি। সাক্ষাতের পর পিছাইয়ের টুইট। লিখছেন, "এআই অ্যাকশন সামিটের জন্য প্যারিসে থাকাকালীন আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে দেখা করে আনন্দিত। আমরা AI ভারতে নিয়ে আসা অবিশ্বাস্য সুযোগগুলি এবং ভারতের ডিজিটাল রূপান্তরে আলোচনা করেছি।''