নিজস্ব সংবাদদাতা: কিছু দিন আগেই শোনা গিয়েছিল, রাশিয়াতেই রয়েছেন ওয়াগনার প্রধান ইয়েভগেনি প্রিগোজিন। এবার তাঁর সম্পর্কে মিলল এক নতুন তথ্য। মস্কোর বিরুদ্ধে যে বিদ্রোহ ঘোষণা করেছিল, সেই প্রিগোজিন এবার রাশিয়া সরকারের প্রতি তাঁর আনুগত্যের প্রতিশ্রুতি দিয়েছেন। সোমবার রুশ সরকারের এক মুখপাত্র জানান, সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ওয়াগনার প্রধান ইয়েভগেনি প্রিগোজিনের বৈঠক হয়। এই বৈঠকের পরেই রুশ সরকারের প্রতি নিজের আনুগত্যের প্রতিশ্রুতি দেন তিনি।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, গত ২৯ জুন পুতিনের সঙ্গে প্রিগোজিনের প্রায় ৩ ঘণ্টার একটি বৈঠক হয়। এই বৈঠকে শুধু প্রিগোজিনই নয়, তাঁর ওয়াগনার গ্রুপের সামরিক কমান্ডাররাও উপস্থিত ছিলেন।