মিসাইলকে সঙ্গী করে চিনের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে ফিলিপিন্স

নেপথ্যে সহযোগিতায় ভারত।

author-image
Adrita
New Update
স

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ পাকিস্তানকে সামনে রেখে ভারতের সাথে ঠাণ্ডা যুদ্ধ চালিয়ে যাচ্ছে চিন। তবে এবার চিনের চালাকির মাত দিতে ভারতের সাথে যোগ হয়েছে ফিলিপিন্স। ফিলিপিন্স ভারতের বদলা নিতে এবার তাদের মিসাইলনীতিকে ব্যবহার করতে চলেছে। 

Philippine president Ferdinand Marcos Jr warns China against 'acts of war'

সূত্র মারফত জানা গিয়েছে যে, ফিলিপিন্স ভারতের কাছ থেকে ৩৭৫ মিলিয়ন ডলারের বদলে ব্রাহ্মস মিসাইল কিনে নিয়েছে। এক্ষেত্রে উল্লেখ্য যে,  ব্রাহ্মস মিসাইল ভারত এবং রাশিয়ার যৌথ সমন্বয়ে তৈরি। ফিলিপিন্সের লুজন দ্বীপপুঞ্জে ব্রাহ্মস মিসাইলের জন্য বিশেষ ঘাঁটি তৈরি করা হয়েছে। এই ঘাঁটি থেকেই চিনের বিরুদ্ধে ষড়যন্ত্রের বীজ বোনা হচ্ছে। 

 

Add 1