বাংলাদেশে হিন্দুদের ওপরে অত্যাচার, বলপূর্বক কেড়ে নেওয়া হল জমি

চরম অত্যাচার চলছে বাংলাদেশে।

author-image
Adrita
New Update
া

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ অগ্নিগর্ভ বাংলাদেশে ক্রমেই বেড়ে চলেছে সে দেশে বসবাসকারী হিন্দুদের ওপরে অত্যাচারের মাত্রা। এই আবহে সামনে এসেছে আরও এক ঘটনা। সূত্র মারফত জানা গিয়েছে যে, রাজশাহির বাসিন্দা সুপ্রিয়া সরকার। উগ্রবাদীদের হাতে চলে গিয়েছে তার জমি।

আরও জানা গিয়েছে যে, দুই বোন মিলে থাকতেন তারা এক জায়গায়। সেই জায়গা, জমি কেড়ে নেওয়া হয়েছে। সেখানকার মুসলিম সম্প্রদায়ের লোকেরা তাদের ওপরে চরম অত্যাচার চালাচ্ছে। চরম অসম্মানের মধ্যেই কাটছে তাদের দিন। 

সামাজিক মাধ্যমে এক ভিডিও ভাওরাল হয়েছে। যাতে ওই মহিলাকে চিৎকার করে বলতে শোনা গিয়েছে যে, '' মুসলিম কান্ট্রিতে হিন্দুর কোনও জায়গা নেই। আমি হিন্দু বলে আমার কোনও জায়গা নেই? একবার দখল করেছে। আবার এসেছে দখল করতে। এই দেখ সব মুখ বেঁধে বেঁধে এসেছে সব দেখ। এর আগে আমার মা একা বাড়িতে ছিল। বাড়িতে মেরে দিয়ে সব দখল করে নিয়েছে। ''