প্রাণ বাঁচাতে হলে দেশ ছেড়ে পালাও! বাংলাদেশে হিন্দুদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি

বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের তরফে জানানো হয়েছে, দেশে সংখ্যালঘুদের ওপর নিধন যজ্ঞ শুরু হয়েছে।

author-image
Tamalika Chakraborty
New Update
hindu hose

নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যাওয়ার পর থেকেই সেখানে সংখ্যালঘুদের ওপর অত্যাচার বেড়েই চলেছে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের তরফে সাংবাদিক সম্মেলন করা হয়। সেখানে  দাবি করা হয়েছে,  অগস্ট দেশে রাজনৈতিক পালাবদলের পরে এখনও পর্যন্ত মৌলবাদীদের হাতে গণধর্ষিতা হয়েছেন চার হিন্দু মহিলা। 

bangladesh hindu protest

যে চার জন হিন্দু মহিলা গণধর্ষিত হয়েছেন তার মধ্যে এক মূক ও বধির বলে সাংবাদিক সম্মেনে দাবি করা হয়েছে। বিভিন্ন জায়গায় বিএনপি-জামায়াত ইসলামীর সন্ত্রাসীদের হাতে খুন হয়েছেন ৯ জন।  সাংবাদিক সম্মেলনে একটি রিপোর্ট পেশ করা হয়। সেখানে দাবি করা হয়েছে,  ৬৯টি মন্দির, গির্জা ও বৌদ্ধ মঠে হামলা চলেছে। অভিযোগ করা হয়েছে, শেখ হাসিনার পদত্যাগের পর দেশ জুড়ে নারকীয় হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে।  খুলনা, যশোর, সাতক্ষীরা, ফরিদপুর, চট্টগ্রাম-সহ একাধিক জেলায় হিন্দুদের জমিঘর জোর করে দখল করার পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর চালানো ও আগুন লাগানো হয়েছে।  হিন্দুদের বাড়ি বাড়ি গিয়ে শাসানো হচ্ছে, প্রাণ বাঁচাতে হলে দেশ ছেড়ে পালাতে হবে। দিন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের তরফে সভাপতি নির্মল রোজারিও সাংবাদিক সম্মেলনে দেশজুড়ে চলা সংখ্যালঘু নির্যাতন নিয়ে এক ভয়াবহ চিত্র তুলে ধরেন।