‘শান্তিপ্রিয় জনতা’রা আজ ভয়ঙ্কর! জ্বলছে বাংলাদেশের একাধিক হিন্দু এলাকা

কতজন প্রাণ হারিয়েছে বা কতজন নিখোঁজ সেই সংখ্যাটুকুও জানানো হচ্ছে না ইউনূস সরকারের পক্ষ থেকে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Bangladesh

File Picture

নিজস্ব সংবাদদাতা: তারা নাকি ‘শান্তিপ্রিয় জনতা’। অথচ বাংলাদেশের বর্তমান ছবি যেন বিপরীত কথা বলছে। হিন্দুদের ঘরে ঢুকে চলছে মারধর। নিস্তার পাচ্ছেন না বাড়ির মেয়ে-বউরাও। মারধর চলছে, ঘরে আগুন ধরিয়ে দেওয়া চলছে। এই মুহুর্তে অগ্নিগর্ভ বাংলাদেশে আদপে কতজন প্রাণ হারিয়েছে বা কতজন নিখোঁজ সেই সংখ্যাটুকুও জানানো হচ্ছে না ইউনূস সরকারের পক্ষ থেকে। তবে সোশ্যাল মিডিয়ায় যে সকল ছবি বা যে সকল ভিডিও প্রকাশ্যে এসেছে তা ভয় ধরানোর জন্যে যথেষ্ট। 

Bangladesh

এমনই এক ছবি দেখা গেল নীলফামাড়ি জেলায়। আক্ষরিক অর্থেই বাংলাদেশে হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে সেখানকার মৌলবাদীরা। আর ঠিক এই ভাবেই প্রত্যেকটা দিন অত্যাচারের শিকার হচ্ছে সেখনকার হিন্দুরা।

bangladesh army