নিজস্ব সংবাদদাতা: অবসর নিচ্ছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচা। মঙ্গলবার রাজনীতি থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেন তিনি। এখন শুধুমাত্র সাময়িকভাবে দায়িত্বে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। ক্ষমতায় আসার ৯ বছর পর অবসর নিচ্ছেন প্রায়ুথ চান-ওচা। ১৪ মে একটি নির্বাচনে পরাজিত হয় তাঁর পার্টি ইউনাইটেড থাই নেশন। সেই হারের পরেই এই সিন্ধান্ত নিলেন তিনি।
থাইল্যান্ডের সংবাদ মাধ্যমগুলি জানাচ্ছে, সেই ভোটে ৫০০টি আসনের মধ্যে মাত্র ৩৬টি'তে জিতেছিল ইউনাইটেড থাই নেশন পার্টি। সেই হারের পরেই অবসর নিচ্ছেন প্রায়ুথ চান-ওচা। তবে নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকবেন।