আতঙ্কঃ অতিমারী ডেকে আনতে পারে নয়া ভাইরাস ডিজিজ X

কোভিড মহামারী কাটতে না কাটতেই এসে হাজির হয়েছে আরও এক নতুন ভাইরাস। আন্তর্জাতিক মহলে বলা হচ্ছে এটিও সাঙ্ঘাতিক রূপ নিতে পারে। দক্ষিণ ভারতে বর্তমানে নিপাহ ভাইরাসের প্রকোপ বেড়েছে।

author-image
Adrita
New Update
gf

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ এখনও করোনার ভীতি কাটেনি মানুষের মন থেকে। এরই মাঝে আরও ভয়ানক ভাইরাসের (Virus) আবির্ভাবে কপালে ভাঁজ পড়েছে চিকিৎসকদের। ব্রিটেনের স্বাস্থ্য দফতরের নয়া আতঙ্ক ডিজিজ় X ভাইরাস। মনে করা হচ্ছে এই ভাইরাস আরও বেশি ভয়ানক আরও বেশি প্রাণঘাতী হতে পারে। 

ব্রিটেনের ভ্যাকসিন টাস্ক ফোর্সের প্রধান ডেম কেট বিংহাম সম্প্রতি এক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, আরও বড় অতিমারী হানা দিতে পারে পৃথিবীর বুকে। যার জেরে প্রাণ হারাতে পারেন প্রায় ৫ কোটি মানুষ। অন্যদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’ (WHO) এর দাবি, এই ভাইরাসে করোনার থেকে ৭ গুণ বেশি মানুষ প্রাণ খোয়াতে পারেন। মনে করা হচ্ছে এই ভাইরাস অতিমারীর আকার নিতে পারে, তাই এর নাম রাখা হয়েছে 'ডিজিজ় এক্স' (Disease-x)।