নিজস্ব সংবাদদাতা : অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর আক্রমণে নাবলুস শহরের উপকণ্ঠে বালাতা শরণার্থী শিবিরে এক ফিলিস্তিনি কিশোর নিহত এবং নয়জন আহত হয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার রাতে শুরু হওয়া অভিযানে ১৮ বছর বয়সী মুহাম্মদ মেধাত আমিন আমেরকে গুলি করে হত্যা করা হয়।
প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটির তথ্য অনুযায়ী, আহতদের মধ্যে নয়জনের অবস্থা সঙ্কটজনক। ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, ইসরায়েলি সেনারা আওয়ার্তা চেকপয়েন্ট থেকে শিবিরে প্রবেশ করে এবং আশেপাশের ভবনের ছাদে স্নাইপারদের মোতায়েন করে।
ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তারা সন্ত্রাসীদের লক্ষ্য করে গুলি চালিয়েছে যারা বিস্ফোরক, মোলোটভ ককটেল এবং রক নিক্ষেপ করছিল এবং বাহিনীকে লক্ষ্য করে আতশবাজি ছুড়ছিল।