নিজস্ব সংবাদদাতা : ফিলিস্তিনির জেনিন শরণার্থী শিবিরে নিরাপত্তা অভিযান নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ (পিএ) নিশ্চিত করেছে, তারা শিবিরে কোনো সামরিক অভিযান পরিচালনা করছে না, তবে একটি নিরাপত্তা অভিযান চলছে, যা ডিসেম্বর মাসের শুরু থেকে শুরু হয়েছে। পিএ'র নিরাপত্তা বাহিনীর মুখপাত্র জানান, তাদের কর্তৃপক্ষের বাইরে কোনো এলাকায় কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হবে না।
পিএ'র পক্ষ থেকে জানানো হয়েছে, তারা অপরাধী ও আইন ভঙ্গকারী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করছে। তবে, জেনিন ব্যাটালিয়নের যোদ্ধারা, যারা ইসরায়েলি বাহিনীর সঙ্গে লড়াই করছে, দাবি করছে, "আমরা এখানে অস্ত্র হাতে আছি কারণ আমরা ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে সংগ্রাম করছি।"
পিএ অতীতে বলেছে যে, তারা ইসরায়েলের সাথে সামরিক সংঘর্ষে যেতে চায় না এবং পশ্চিম তীর বা জেনিনকে গাজার মতো যুদ্ধক্ষেত্রে পরিণত হতে দেবে না। এই পরিস্থিতি শরণার্থী শিবিরে উত্তেজনা বাড়াচ্ছে এবং সম্প্রতি সাংবাদিক হত্যার ঘটনাটি পরিস্থিতি আরো জটিল করে তুলেছে।