নিজস্ব সংবাদদাতাঃ জেরুজালেমের পূর্বাঞ্চলে ইসরায়েলি বসতিতে এক ফিলিস্তিনি বন্দুকধারীর গুলিতে অন্তত পাঁচজন আহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি পুলিশ।
অধিকৃত পশ্চিম তীরের মালে আদুমিমের ইহুদি বসতির একটি শপিংমলের বাইরে গোলাগুলির ঘটনাটি প্রায় দুই দশকের মধ্যে ইসরায়েল-ফিলিস্তিনি সংঘাতের সবচেয়ে সহিংস ঘটনা।
নিয়ন ভেস্ট পরিহিত নিরাপত্তা রক্ষীর পোশাক পরিহিত ফিলিস্তিনি হামলাকারী মালে আদুমিমে কর্তব্যরত ইসরায়েলি পুলিশ কর্মকর্তার গুলিতে নিহত হন। ইসলামি জঙ্গি গোষ্ঠী হামাস এই হামলাকে 'বীরত্বপূর্ণ' আখ্যায়িত করলেও দায় স্বীকার করেনি।
হামলাকারী অন্তত ছয়জনকে আহত করেছে বলে জানিয়েছে ইসরায়েলের উদ্ধারকারী সংস্থা। মাঝারি থেকে গুরুতর আহত অবস্থায় থাকা পুরুষদের বয়স ১৪ থেকে ৪০ বছরের মধ্যে।
২০২৩ সালের শুরু থেকে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ইসরায়েলি হামলায় ১৫০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হওয়ার পর সহিংসতা বেড়েছে।