ফের চট্টগ্রাম বন্দরে নোঙর করছে পাকিস্তানি জাহাজ! কন্টেনারে কী রয়েছে সেই নিয়ে বাড়ছে উদ্বেগ

পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ বেড়েছে। যা ভারতের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

author-image
Tamalika Chakraborty
New Update
pakistani ship

নিজস্ব সংবাদদাতা: পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ বেড়েছে।  যা ভারতের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। পাকিস্তানি একটা জাহাজ ফের  চট্টগ্রামের বন্দরে যাবে বলে বাংলাদেশ কর্তৃপক্ষ জানিয়েছে।  ২০ ডিসেম্বর এই জাহাজ চট্টগ্রাম বন্দরের জলসীমায় পৌঁছাবে বলে জানিয়েছে বন্দর কর্তপক্ষ।  প্রসঙ্গত, এই একই জাহাজ আগেও চট্টগ্রামের বন্দরে পৌঁছেছিল। পাকিস্তানি ওই জাহাজে কী রয়েছে সেই নিয়ে ভারতের উদ্বেগ বাড়ছে তা বলার অপেক্ষা রাখে না। 

পাকিস্তান থেকে আসা ‘এমভি ইউয়ান জিয়াং ফা ঝং’ নামক জাহাজটি এবার বাংলাদেশের চট্টগ্রামে পৌঁছাচ্ছে ৮২৫ টিইইউএস কনটেইনার নিয়ে। এর আগেরবার যখন এই জাহাজটি বাংলাদেশে গিয়েছিল, তখন তাতে ছিল  ৩৭০ টিইইউএস কনটেইনার। এই আবহে বাংলাদেশি সংবাদমাধ্যমেই দাবি করা হয়েছে, এবারে গতবারের তুলনায় দ্বিগুণেরও বেশি পণ্য নিয়ে চট্টগ্রামে পৌঁছাচ্ছে এই জাহাজ।  উল্লেখ্য, পাকিস্তানের করাচি বন্দরের সঙ্গে চট্টগ্রামের সরাসরি কনটেইনার জাহাজ যোগাযোগ চালু হয়েছিল চলতি বছরের ১৪ নভেম্বর। সেবার যে ৩৭০ টিইইউএস কনটেইনার বাংলাদেশে পৌঁছেছিল, তার মধ্যে ২৯৭ টিইইউএস কনটেইনার এসেছিল পাকিস্তান থেকে। তাছাড়া আরও ৭৩ টিইইউএস কনটেইনার সংযুক্ত আরব আমিরাত থেকে বাংলাদেশে নিয়ে গিয়েছিল ‘এমভি ইউয়ান জিয়াং ফা ঝং’।