নিজস্ব সংবাদদাতাঃ একজন রাজনীতিবিদ বা মার্কিন সরকারি কর্মকর্তাদের হত্যার ষড়যন্ত্র বানচাল করার অভিযোগে ইরানের সাথে সম্পর্কযুক্ত পাকিস্তানি নাগরিককে অভিযুক্ত করা হয়েছে। FBI-এর তরফে এমনটাই জানানো হয়েছে।
ফৌজদারি অভিযোগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম উল্লেখ করা না হলেও একাধিক সূত্র সাংবাদিকদের জানিয়েছে, এই ষড়যন্ত্রের অন্যতম টার্গেট ছিলেন ট্রাম্প।
Pakistani National with ties to Iran charged in connection with foiled plot to assassinate a politician or U.S. Government officials: FBI Director Christopher Wray pic.twitter.com/8MSu8nIFD5