নিজস্ব সংবাদদাতা : বর্তমানে পাকিস্তানের বাজারে মূল্যস্ফীতির খোঁচায় পকেট ফুটো হওয়ার মতো অবস্থা পাকিস্তানিদের। জানা গেছে যে সেখানে ২০ কেজি আটার দাম ৩২০০ টাকা। এর অর্থ হল কেজি প্রতি ১৬০ টাকা করে আটা কিনতে হচ্ছে করাচির সাধারণ মানুষকে। ইসলামাবাদে ২০ কেজি আটার দাম একলাফে বৃদ্ধি পেয়েছে ১০৬ টাকা। রাওয়ালপিন্ডিতে দাম বেড়েছে ১৩৩ টাকা। শিয়ালকোটে ২০ কেজির আটার বস্তার দাম বৃদ্ধি পেয়েছে ২০০ টাকা।