নিজস্ব সংবাদাতা: অন্তর্বর্তী সরকার ক্রমশ ভারতের বিরুদ্ধে সুর চড়িয়েছে। এমনকি পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করতেও উদ্যত হয়েছে। এবার সেই দিকে আরও এক পা বাড়াল ইউনূস সরকার। পাক সেনার জন্য দরজা খুলে দিল বাংলাদেশ। জানা গিয়েছে, বাংলাদেশে একটা বড় অংশের পাক সেনা প্রবেশ করেছে।
পাকিস্তানি সেনাদের বাংলাদেশের সেনাদের প্রশিক্ষণ দেওয়ার জন্য আবেদন জানানো হয়েছে। ৫৩ বছর পর বাংলাদেশে আবার পাকিস্তানি সেনা প্রবেশ করছে। পাকিস্তান সেনাবাহিনীর মেজর জেনারেল পদমর্যাদার অফিসার বাংলাদেশ সেনাবাহিনীর সৈন্যদের প্রশিক্ষণ তত্ত্বাবধান করবেন বলে খবর। জানা গিয়েছে, ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে প্রশিক্ষণ শুরু হবে। প্রশিক্ষণের প্রথম ধাপ মোমেনশাহী সেনানিবাসে সেনা প্রশিক্ষণ ও ডকট্রিন কমান্ড সদর দফতরে অনুষ্ঠিত হবে। এক বছরের মধ্যে প্রথম ধাপের প্রশিক্ষণ শেষ হবে। পরে বাংলাদেশ সেনাবাহিনীর আরও ১০টি কমান্ডকে প্রশিক্ষণ দেবে পাকসেনা। অন্যদিকে, বাংলাদেশ পাকিস্তান থেকে অস্ত্র কেনার বরাত দিয়েছে বলে জানা গিয়েছে।