নিজস্ব সংবাদদাতা: মঙ্গলবার পাকিস্তানের যাত্রীবাহী ট্রেন জাফর এক্সপ্রেস হাইজ্যাক করেছে জঙ্গি গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (BLA)। গোষ্ঠীটি দাবি করেছে, তারা ট্রেনটির নিয়ন্ত্রণ নিয়েছে এবং ১০০ জনেরও বেশি যাত্রীকে পণবন্দি করেছে। বিএলএ আরও জানিয়েছে, এই হামলায় ছয়জন সামরিক কর্মী নিহত হয়েছেন। ওই ট্রেনে মোট যাত্রী সংখ্যা ৫০০-র কিছু বেশি বলে জানা যাচ্ছে।
জাফর এক্সপ্রেসটি পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কোয়েটা থেকে খাইবার পাখতুনখোয়ার পেশোয়ারে যাচ্ছিল। তার মাঝেই মাশকাফ, ধাদার, বোলান এলাকায় হামলা চালিয়ে বিএলএ ট্রেনটি দখল করে।
/anm-bengali/media/media_files/2025/03/11/A4kKnVUKmPvyEPZMbF2R.jpg)
বিএলএ মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছে যে তাদের মাজিদ ব্রিগেড ফতেহ স্কোয়াড এবং এসটিওএস ইউনিট এই অভিযান পরিচালনা করেছে। রেল লাইনের দুপাশে বিস্ফোরক রেখে দেওয়া হয়েছে। তারা হুমকি দিয়ে জানিয়েছে, কেউ কোনও রকম চালাকি করলে, গোটা ট্রন উড়িয়ে দেওয়া হবে।
এখনও পর্যন্ত পাকিস্তান সরকার এই হামলার বিরুদ্ধে কী ব্যবস্থা নিচ্ছে, তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে দেশের নিরাপত্তা বাহিনী জরুরি ভিত্তিতে পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।