নিজস্ব সংবাদদাতা: বৃহস্পতিবার পাকিস্তানের (Pakistan) প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের (Imran Khan) মুক্তির নির্দেশ দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত। পাকিস্তানের প্রধান বিচারপতি বলেছেন, ইমরান খানের গ্রেপ্তার অবৈধ এবং এটি প্রত্যাহার করা হবে। দুই দিন আগে ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে গ্রেপ্তার করে এনএবি। এর আগে এক ঘণ্টার মধ্যে ইমরান খানকে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। এদিন শুনানির সময় পাকিস্তানের প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়াল এমন কিছু মন্তব্য করেন, যা থেকে বোঝা যায়, দেশের আধাসামরিক বাহিনী রেঞ্জার্স তাকে যেভাবে গ্রেফতার করেছে তাতে তিনি সন্তুষ্ট নন। মঙ্গলবার প্রায় ১০০ জন রেঞ্জার আদালত প্রাঙ্গণে প্রবেশ করে, জানালার কাচ ভেঙে ইমরান খানকে গ্রেপ্তার করেছিল।