নিজস্ব সংবাদদাতা: বুধবার পাকিস্তানের সুপ্রিম কোর্ট প্রয়াত প্রাক্তন সামরিক শাসক পারভেজ মুশারফকে মৃত্যুদণ্ডের রায় বহাল রেখেছে। পাকিস্তানের প্রধান বিচারপতি (সিজেপি) কাজী ফয়েজ ইশা বলেন, "লাহোর হাইকোর্ট (এলএইচসি) ২০২০ সালের ১৩ জানুয়ারি মুশারফের বিরুদ্ধে পাক সরকারের আনা সমস্ত অভিযোগকে অসংবিধানিক বলে ঘোষণা করেছিল। সেই সিদ্ধান্তে ঐক্যমত প্রকাশ করছে না সুপ্রিম কোর্ট। সেই সিদ্ধান্ত থেকে সুপ্রিম কোর্ট সরে আসছে।"