Big News: ভারতের আগে চাঁদে পৌঁছে গেছে পাকিস্তান!

গতকাল ভারতের পরীক্ষা সফল হয়েছে। সফলভাবে চাঁদের দক্ষিণ মেরুতে পা রাখতে পেরেছে চন্দ্রযান ৩। তবে ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তান তার আগেই পৌঁছে গেছে চাঁদে। কেন জানেন?

author-image
Anusmita Bhattacharya
New Update
indiamoon

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: ৬০০ কোটির বেশি টাকা খরচ করে ভারত চাঁদে চন্দ্রযান ৩ পাঠিয়েছে। কিন্তু পাকিস্তান বিনা খরচায় পৌঁছে গেছে চাঁদে। অবাক হলেন? 

আসলে সম্প্রতি একটি মজার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে যেখানে এক পাকিস্তানি যুবক বলছেন চাঁদে জল, গ্যাস, ইলেকট্রিক কিছুই নেই। পাকিস্তানেও সেগুলোর একটাও নেই এমনটাই তিনি মনে করেন। তাই তিনি মনে করছেন যে পাকিস্তানবাসী সবাই এখন চাঁদেই বসবাস করছেন। আর এভাবেই তাঁরা বিনা খরচায় ভারতের আগেই পৌঁছে গেছেন চাঁদে।

impact