পাকিস্তানে গণ অপহরণ অব্যাহত, এবার কাজের সাইট থেকে অপহৃত ১৬ জন শ্রমিক

পুলিশকে তাদের সহযোগীদের মুক্তি দেওয়ার দাবি করেছিল।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
pakistan mass abduction

File Picture

নিজস্ব সংবাদদাতা: পাকিস্তানের অশান্ত খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটি ইউরেনিয়াম এবং প্লুটোনিয়াম খনির সাইটে কাজ করা কমপক্ষে ১৬ জন শ্রমিককে বৃহস্পতিবার অজ্ঞাত সশস্ত্র গোষ্ঠী অপহরণ করেছে, এমনটাই সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে। লাক্কি মারওয়াত জেলার পারমাণবিক শক্তি খনি প্রকল্প সাইটে যাওয়ার পথে একটি গাড়ি থেকে শ্রমিকদের অপহরণ করা হয় বলে জানা যাচ্ছে। পরে অপহরণকারীরা কাবালখেল এলাকায় গাড়িতে আগুন ধরিয়ে দেয়। বন্দুকধারীরা শ্রমিকদের অজ্ঞাত স্থানে নিয়ে গিয়েছে বলেই আশঙ্কা করা হচ্ছে।

কোনো গোষ্ঠী এখনও অপহরণের দায় স্বীকার করেনি। নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এলাকায় সক্রিয় এবং অতীতে এই ধরনের অপহরণের জন্য দায়ী করা হয়েছে তাঁদেরকে। TTP, ২০০৭ সালে বেশ কয়েকটি জঙ্গি সংগঠনের একটি গোষ্ঠী হিসাবে প্রতিষ্ঠিত হয় এবং তেহরিক-ই-তালেবান কে আল-কায়েদার ঘনিষ্ঠ বলে মনে করা হয়। পাকিস্তান জুড়ে বেশ কয়েকটি মারাত্মক হামলার জন্য দায়ী করা হয়েছে এই জঙ্গি গোষ্ঠীকে।

kidnap.jpg

এই ঘটনার আগে গত বুধবার, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে বহিরাগতরা তিন হিন্দুকে অপহরণ করেছিল এবং পুলিশকে তাদের সহযোগীদের মুক্তি দেওয়ার দাবি করেছিল। পুলিশ বৃহস্পতিবার জানিয়েছে যে বুধবার লাহোর থেকে প্রায় ৪০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে পাঞ্জাব প্রদেশের রহিম ইয়ার খান জেলার ভং এলাকায় এই অপহরণের ঘটনা ঘটে। আর এদিন ফের শ্রমিকদের অপহরণের ঘটনা ঘটল।

Afghanistan_Taliban_40160

স্বাভাবিক ভাবেই বোঝা যাচ্ছে, খাইবার পাখতুনখোয়া অঞ্চলে এই ধরনের অপহরণের ঘটনা নতুন কিছু নয়। মাঝে মাঝেই এখানে অপহরণ হতে থাকে আমজনতা। প্রায় প্রাণ হাতেই বসবাস করে সেখানকার বাসিন্দারা।