নিজস্ব সংবাদদাতাঃ জামিয়াত-উলেমা-ই-ইসলাম-ফাজল (জেইউআই-এফ) সংগঠনের কর্মী সভায় বোমা বিস্ফোরণের ফলে এখনও পর্যন্ত ৩৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। জখম হয়েছেন ২০০ জনের বেশি। রবিবার ঘটনাটি ঘটেছে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বাজাউর অঞ্চলের খার এলাকায়। মৃতদের মধ্যে স্থানীয় একজন জেইউআই-এফ নেতাও রয়েছে বলে জানা গেছে। তার নাম আমির জাইউল্লা জান।
জেলার জরুরি পরিষেবা দফতরের আধিকারিক সূত্রে জানা গেছে, রবিবার বাজাউর খার এলাকার দুবাই মোড়ের কাছে জামিয়াত-উলেমা-ই-ইসলাম-ফাজল (জেইউআই-এফ) সংগঠনের কর্মী সভা চলছিল। সেই সময় আচমকা বিস্ফোরণ হয়। এর ফলে এখনও পর্যন্ত ৩৯ জনের মৃত্যু হয়েছে। আর জখম হয়েছেন ২০০ জনের বেশি। তাঁদের টিমরাগারা ও পেশোয়ারের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরও জানান, বিস্ফোরণস্থলটি ঘিরে তদন্ত চালানো হচ্ছে। এখনও পর্যন্ত এই ঘটনার কারণ বা কারা এই ধরনের ঘটনা ঘটাল তা জানা যায়নি।
প্রসঙ্গত, এই ঘটনার নিন্দা জানিয়েছেন বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি।