নিজস্ব সংবাদদাতা: জম্মু ও কাশ্মীরের কাঠুয়ার জুঠানা এলাকার রুই গ্রামে রোববার সন্ধ্যায় এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। জানা গেছে, তিন সন্দেহভাজন জঙ্গি একটি বাড়িতে জোর করে ঢুকে খাবার নিয়ে পালিয়ে যায়। এই ঘটনার পর থেকেই নিরাপত্তা বাহিনী তল্লাশি অভিযান শুরু করেছে এবং সোমবার সকাল থেকেই পুরো এলাকায় ব্যাপক চিরুনি তল্লাশি চালানো হচ্ছে।
ঘটনার সময় বাড়িতে একা ছিলেন এক মহিলা, যিনি নাম প্রকাশে অনিচ্ছুক। তিনি জানান, সন্ধ্যা ৭টা নাগাদ কালো পোশাক পরা তিন ব্যক্তি পিঠে ব্যাগ এবং হাতে বন্দুক নিয়ে তাঁর বাড়িতে আসে। তারা জল ও খাবার চাইছিল। ওই মহিলা বলেন, "দুইজন বারান্দায় দাঁড়িয়ে ছিল, আর একজন জল চাইছিল। এরপর একজন রান্নাঘরে ঢুকে পড়ে। আমি জল দিলেও খাবার দিতে চাইনি, কিন্তু তারা জোর করে রান্নাঘর থেকে দুই-তিনটি রুটি ও তরকারি নিয়ে যায়।"
এছাড়া তিনি আরও জানান, জঙ্গিরা তাঁকে ৫০০ টাকার দুটি নোট দেওয়ার চেষ্টা করেছিল, যা তিনি নিতে অস্বীকার করেন। এই তিনজন বাড়ির ভেতরে ঢুকে কারও খোঁজ করছিল বলেও জানান তিনি।
/anm-bengali/media/media_files/WkgZx4DEo8LUk9TbmOxl.jpg)
বাড়ির মালিক শঙ্কর লাল সিং ঘটনাটি বুঝতে পেরে পালিয়ে যান। তাঁর আত্মীয় বীরেন্দ্র সিং জানিয়েছেন, জঙ্গিরা জলপথ ব্যবহার করছিল এবং কংক্রিটের রাস্তা এড়িয়ে চলছিল। তিনি আরও বলেন, "তাদের মধ্যে একজন আহত বলে মনে হচ্ছিল এবং সম্ভবত তাদের গাইডের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল।"
এদিকে, আরেকটি প্রতিবেদনে দাবি করা হচ্ছে, জঙ্গিরা গ্রামে ঢুকে ১৩ বছরের এক কিশোরকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। তবে সে সুযোগ বুঝে পালিয়ে যেতে সক্ষম হয়।
এই ঘটনার পর থেকেই পুরো এলাকায় চরম সতর্কতা জারি করা হয়েছে এবং নিরাপত্তা বাহিনী তিন জঙ্গির সন্ধানে তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে।