নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেন নিয়ন্ত্রিত খেরসনের বন্যাকবলিত এলাকা থেকে মোট ২ হাজার ৫৮৮ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন খেরসন অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান ওলেকসান্ডার প্রোকুদিন। শুক্রবার সন্ধ্যা থেকে জলের স্তর ৩১ সেন্টিমিটার (১২.২ ইঞ্চি) কমছে বলে জানিয়েছে প্রোকুদিন।
তিনি বলেন, 'রুশ নিয়ন্ত্রিত নোভা কাখোভকা বাঁধ ভেঙে পড়ার পর সৃষ্ট বন্যায় হাজার হাজার মানুষ সরে যেতে বাধ্য হয়, জল সরবরাহ ব্যাহত হয় এবং পরিবেশগত বিপর্যয়ের আশঙ্কা দেখা দেয়।'
ইউক্রেনের প্রধান জলবিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান ইউক্রাহাইড্রোয়েনার্গো শনিবার জানিয়েছে, 'নোভা কাখোভকা বাঁধের জলাধারের এক তৃতীয়াংশেরও বেশি জল হারিয়ে গেছে।'
ইউক্রেনের রাষ্ট্রীয় মালিকানাধীন পারমাণবিক বিদ্যুৎ সংস্থা এনারগোয়াটম শনিবার জানিয়েছে, 'ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কুলিং পুলের জলের স্তর স্থিতিশীল।'