গান শুনেই যৌন তৃপ্তি! কনসার্টের মাঝেই হলো 'অর্গ্যাজম'

আমরা জানি শারীরিক মিলন চরমে পৌঁছালে আর তৃপ্তি হলে তবেই অর্গ্যাজম হয়। কিন্তু গান শুনেও কি সেটা হতে পারে জানেন? অবাক লাগলেও এমনটাই হয়েছে। বাকিটা জানতে হলে পড়ুন।

author-image
Anusmita Bhattacharya
New Update
orgasm

নিজস্ব সংবাদদাতা: চলছিল কনসার্ট (Concert)। মঞ্চে সঙ্গীত পরিবেশন করছে শতাব্দী প্রাচীন অর্কেস্ট্রা 'লস অ্যাঞ্জেলিস ফিলহারমোনিক' (Los Angeles Philharmonic)। এর পোশাকি নাম হলো 'এলএ ফিল'। লস অ্যাঞ্জেলিসের গ্র্যান্ড এভিনিউতে অবস্থিত ওয়াল্ট ডিজনি কনসার্ট হলে (Walt Disney Concert Hall) প্রগাঢ় যৌন তৃপ্তিতে (Physical Satisfaction) ডুবে গেলেন জনৈকা দর্শক। রুশ সঙ্গীতকার পিটার চাইকোফস্কির বিখ্যাত 'ফিফথ সিম্ফোনি' চলাকালীন নাকি তীব্র সেই শীত্‍কার (Orgasm) শুনে প্রায় সকলেই অবাক হয়ে যায়। প্রবল জোরে শ্বাস পড়ছিল তাঁর আর ঠিক পাশে বসে মিটিমিটি হাসছিলেন সঙ্গী। 

ad.jpg