নিজস্ব সংবাদদাতা : চ্যাটজিপিটির (ChatGPT) মূল কোম্পানি ওপেনএআই (OpenAI) সম্প্রতি তার চীনা প্রতিযোগী ডিপসিককে ‘রাষ্ট্র-ভর্তুকিপ্রাপ্ত’ এবং ‘রাষ্ট্র-নিয়ন্ত্রিত’ হিসেবে অভিহিত করেছে। ওপেনএআই দাবি করছে, ডিপসিক চীনা সরকারের আর্থিক সহায়তা পাচ্ছে এবং এটি সরকারের নিয়ন্ত্রণে কাজ করছে, যা বৈশ্বিক প্রযুক্তি বাজারে অস্বাভাবিক প্রতিযোগিতা সৃষ্টি করছে। চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে প্রযুক্তি নিয়ে উত্তেজনা যখন চরমে তখন এই তথ্য সামনে এসেছে।
/anm-bengali/media/media_files/2024/12/07/iSIyQhYCHHntgFCLFPDn.jpeg)