বিকল্প পথ পাচার

ভারত থেকে সব দেশেই পিঁয়াজ রফতানি বন্ধ করা হয়েছে। কিন্তু নিকটবর্তী সীমান্ত দেশ হচ্ছে বাংলাদেশ। এই পদক্ষেপের পর বাংলাদেশে পিঁয়াজের দাম আকাশছোঁয়া হয়েছে। রীতিমতো ডাবল সেঞ্চুরি করেছে। ২০০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে। কিন্তু এত দাম দিয়ে কেনা সম্ভব নয়। তাই বিকল্প পথ পাচার।

বস্তা প্রতি ১০ হাজার টাকায় পিঁয়াজ পাচার হচ্ছে বাংলাদেশে

পিঁয়াজ পাচারের এখন বাড়বাড়ন্ত। সোনা বা গরু পাচার করার থেকে পিঁয়াজ পাচার করার ঝক্কি অনেক কম। এমনকী ধরা পড়লেও বিরাট কোনও শাস্তি হবে না। মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থেকে সীমান্তের চোরাপথ দিয়ে এই পিঁয়াজ পাচার হচ্ছে বলে অভিযোগ। একটি বস্তায় ৫০ কেজি পিঁয়াজ থাকে। বস্তা প্রতি ১০ হাজার টাকায় পিঁয়াজ পাচার হচ্ছে বাংলাদেশে বলে খবর।