নিজস্ব সংবাদদাতা, ঢাকাঃ বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ দাবিতে গতকাল মঙ্গলবার রাতে বিক্ষোভের সময় বঙ্গভবনে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে একদল আন্দোলনকারী। আইন-শৃঙ্খলা বাহিনী আন্দোলনকারীদের বাধা দেয়। এতে পুলিশ ও আন্দোলনকারীদের মাঝে ধাক্কাধাক্কি এবং ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এসময় বিক্ষোভকারীদের ছাত্রভঙ্গ করার জন্য পুলিশ ছররা গুলি এবং সাউন্ড গ্রেনেড ছুঁড়ে।
এতে এক শিক্ষার্থী গুলিবিদ্ধসহ ৫ জন আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সাউন্ডের গ্রেনেড বিস্ফোরণের কারণে দুইজনের কানে কিছুটা সমস্যা দেখা দিয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক।
গুলিবিদ্ধ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী বিশাল আহমেদ ফয়সাল জানিয়েছেন, রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে বঙ্গভবনে ঢোকার চেষ্টা করি। এ সময় পুলিশ ও সেনাবাহিনীর বাধার মুখে পড়ি। ওইখানে ছাত্রভঙ্গ করার জন্য তারা ছররা গুলি এবং সাউন্ড গ্রেনেড ছুঁড়ে। এ সময় কয়েকটি গুলি এসে আমার পায়ের গোড়ালিতে ও কোমরের নিচে লাগে।